• সংগীতাঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে সংগীতের সকল শাখার কোর্স দিয়ে সাজানো সারেগামার এই অনলাইন সংগীত শিক্ষার আসরে আপনাকে স্বাগতম।
  • রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ইসলামি সংগীত শিক্ষার কোর্সে ভর্তি চলছে। কোর্স শিক্ষকঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক "ওবাইদুল্লাহ তারেক"। আসন সংখ্যা সীমিত।
  • খুব শীঘ্রই সংগীতের অন্যান্য শাখার কোর্সগুলিতে ভর্তি চালু হতে যাচ্ছে।
ফলো করুনঃ

সারেগামার লক্ষ্য:

সঙ্গীত শিক্ষাকে হাতের দোরগোড়ায় পৌছে দেয়া।
দেশের স্বনামধন্য শিক্ষকের তত্ত্বাবধানে ঘরে বসে অল্প খরচে সংগীতের তালিম নেয়ার সুযোগ দান।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার এ্যাকটিভিস হিসেবে সৃজনশীল কাজে যুক্ত থাকা।
আমাদের কৃষ্টি,সংস্কৃতিকে বিকশিত করা।
লালিত স্বপ্নের বাস্তবায়নে সহায়তা করা ( যারা ইচ্ছা থাকা সত্বেও বিভিন্ন সীমাবদ্ধতার কারনে শিখতে পারেন নি,তাদের উৎসাহিত করা।)
অবসর সময়কে কাজে লাগিয়ে মননশীলতার চর্চা কে উদ্বুদ্ধ করা।
বাচ্চাদের গেমস,ডিভাইস কেন্দ্রিক আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা।
বিশ্ব দরবারে আমাদের সংগীতকে পৌছে দেয়া এবং সবার শেখার উন্মুক্ত দ্বার তৈরি করা।

আমাদের পরিচালক মন্ডলী

সঞ্জয় সরকার

Founder & CEO



আমাদের সহকারী এবং সমন্বয়ক মন্ডলী

সাগর সিং
ইন্সট্রাক্টর

গীটার কোর্স ওইথ ওয়েস...

নেহাল হোসেন গোলন্দাজ
ইন্সট্রাক্টর

বেহেলা/ভায়োলিন

তমাল ভাট
ইন্সট্রাক্টর

কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ৯টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত

01711 376993