সারেগামার লক্ষ্য:
★ সঙ্গীত শিক্ষাকে হাতের দোরগোড়ায় পৌছে দেয়া।★ দেশের স্বনামধন্য শিক্ষকের তত্ত্বাবধানে ঘরে বসে অল্প খরচে সংগীতের তালিম নেয়ার সুযোগ দান।
★ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার এ্যাকটিভিস হিসেবে সৃজনশীল কাজে যুক্ত থাকা।
★ আমাদের কৃষ্টি,সংস্কৃতিকে বিকশিত করা।
★ লালিত স্বপ্নের বাস্তবায়নে সহায়তা করা ( যারা ইচ্ছা থাকা সত্বেও বিভিন্ন সীমাবদ্ধতার কারনে শিখতে পারেন নি,তাদের উৎসাহিত করা।)
★ অবসর সময়কে কাজে লাগিয়ে মননশীলতার চর্চা কে উদ্বুদ্ধ করা।
★ বাচ্চাদের গেমস,ডিভাইস কেন্দ্রিক আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা।
★ বিশ্ব দরবারে আমাদের সংগীতকে পৌছে দেয়া এবং সবার শেখার উন্মুক্ত দ্বার তৈরি করা।
আমাদের পরিচালক মন্ডলী

আমাদের সহকারী এবং সমন্বয়ক মন্ডলী

