• সংগীতাঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে সংগীতের সকল শাখার কোর্স দিয়ে সাজানো সারেগামার এই অনলাইন সংগীত শিক্ষার আসরে আপনাকে স্বাগতম।
  • রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ইসলামি সংগীত শিক্ষার কোর্সে ভর্তি চলছে। কোর্স শিক্ষকঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক "ওবাইদুল্লাহ তারেক"। আসন সংখ্যা সীমিত।
  • খুব শীঘ্রই সংগীতের অন্যান্য শাখার কোর্সগুলিতে ভর্তি চালু হতে যাচ্ছে।
ফলো করুনঃ
মৃদুল কান্তি সান্যাল
মৃদুল কান্তি সান্যাল
শিক্ষক: সংগীতের বেসিক কোর্স
১৯৯০ সালে ২৬ নভেম্বর ময়মনসিংহ জেলার সারদা ঘোষ রোড এলাকায় জন্ম। ছয় বছর বয়সে দিদিমার কাছে প্রথম সঙ্গীতের হাতেখড়ি এবং কিছুদিন উনার কাছেই তালিম নেয়া। পরবর্তীতে ময়মনসিংহের বিভিন্ন সঙ্গীত গুরু গোপাল ভট্টাচার্য, রীতা পাল উনাদের নিকট শিক্ষা লাভ এবং তালিম গ্রহণ। তারপর অষ্টম শ্রেণিতে পড়ার সময় সঙ্গীত গুরু পন্ডিত অরিন্দম ভট্টাচার্যের কাছে উচ্চাঙ্গসংগীতের তালিম নেয়া শুরু। উনার কাছে বিভিন্ন রাগ-রাগিনীর শিক্ষালাভ এবং কন্ঠসাধনের তালিম নেয়া। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত পড়াশোনার জন্য সঙ্গীত বিরতি এবং পরবর্তীতে আবার ২০০৯ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল,ময়মনসিংহ)এ সঙ্গীত বিভাগে স্নাতক শ্রেণিতে পড়াশোনা শুরু এবং পাশাপাশি আবারো উচ্চাঙ্গসংগীতের তালিম নেয়া শুরু। স্নাতক শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে নজরুল সঙ্গীতে স্নাতকোত্তর পড়া শুরু। ২০১৫ সালে স্নাতকোত্তর পড়া শেষ করে শান্তিনিকেতনে উচ্চাঙ্গসংগীত বিভাগে স্কলারশিপ প্রাপ্তি। কিছু প্রতিবন্ধকতার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। ২০১৪ সালে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী এবং কম্পোজার লাকি আখান্দ এর সাথে একই এলবামে গান করার সুযোগ ( দৃষ্টান্ত এলবামের নাম) পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন যেমন আমলীতলা উচ্চ বিদ্যালয় এবং নটরডেম কলেজ ( ময়মনসিংহ) বর্তমানে নিজস্ব একাডেমি এবং উচ্চশিক্ষা ( এম.ফিল, পি. এইচ. ডি) নিয়ে ব্যস্ততা। ২০২৩ সালে বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীতশিল্পী (নজরুল সঙ্গীত) হিসেবে তালিকাভুক্ত পাশাপাশি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে শিক্ষক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, (মোমেনশাহী ক্যান্টনমেন্ট) এ সঙ্গীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ৯টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত

01711 376993