• সংগীতাঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে সংগীতের সকল শাখার কোর্স দিয়ে সাজানো সারেগামার এই অনলাইন সংগীত শিক্ষার আসরে আপনাকে স্বাগতম।
  • রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ইসলামি সংগীত শিক্ষার কোর্সে ভর্তি চলছে। কোর্স শিক্ষকঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক "ওবাইদুল্লাহ তারেক"। আসন সংখ্যা সীমিত।
  • খুব শীঘ্রই সংগীতের অন্যান্য শাখার কোর্সগুলিতে ভর্তি চালু হতে যাচ্ছে।
ফলো করুনঃ
শান্তা পাল তুলি
শান্তা পাল তুলি
শিক্ষক: সংগীতের বেসিক কোর্স
সঙ্গীতের হাতেখড়ি চার বছর বয়স থেকে ব্রাহ্মনবাড়িয়া শিল্পকলা একাডেমিতে। শিক্ষাগুরু সন্ধ্যা রায় এবং পিযুষ কান্তি। পড়াশোনার পাশাপাশি গান শিক্ষা এবং ২০১৬ সালে চ্যানেল আই সেভেন আপ এম.পি.এল এ সেমিফাইনালিস্ট। তারপর ঢাকা তে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং শিক্ষক সুজিত মোস্তফার কাছে তালিম নেয়ার সুযোগ।বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেলেও নিয়মিত অনুষ্ঠান করা হয়। ঢাকা সঙ্গীত কলেজে সঙ্গীত বিষয়ে স্নাতক এবং বর্তমানে স্নাতকোত্তর চলমান। দেশের গানে এবং লোকসংগীতে গোল্ড মেডেল প্রাপ্তি।
কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ৯টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত

01711 376993