সঙ্গীতের হাতেখড়ি চার বছর বয়স থেকে ব্রাহ্মনবাড়িয়া শিল্পকলা একাডেমিতে। শিক্ষাগুরু সন্ধ্যা রায় এবং পিযুষ কান্তি। পড়াশোনার পাশাপাশি গান শিক্ষা এবং ২০১৬ সালে চ্যানেল আই সেভেন আপ এম.পি.এল এ সেমিফাইনালিস্ট। তারপর ঢাকা তে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং শিক্ষক সুজিত মোস্তফার কাছে তালিম নেয়ার সুযোগ।বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেলেও নিয়মিত অনুষ্ঠান করা হয়। ঢাকা সঙ্গীত কলেজে সঙ্গীত বিষয়ে স্নাতক এবং বর্তমানে স্নাতকোত্তর চলমান। দেশের গানে এবং লোকসংগীতে গোল্ড মেডেল প্রাপ্তি।
কোর্স সমূহ