• সংগীতাঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে সংগীতের সকল শাখার কোর্স দিয়ে সাজানো সারেগামার এই অনলাইন সংগীত শিক্ষার আসরে আপনাকে স্বাগতম।
  • রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ইসলামি সংগীত শিক্ষার কোর্সে ভর্তি চলছে। কোর্স শিক্ষকঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক "ওবাইদুল্লাহ তারেক"। আসন সংখ্যা সীমিত।
  • খুব শীঘ্রই সংগীতের অন্যান্য শাখার কোর্সগুলিতে ভর্তি চালু হতে যাচ্ছে।
ফলো করুনঃ
সবুজ আহমেদ
সবুজ আহমেদ
শিক্ষক: তবলা
প্রখ্যাত সংগীত পরিবারের কৃতি সন্তান।পিতা ওস্তাদ শামসুল হক ছিলেন একাধারে বাঁশি,ক্লারিওেেনট,সানাই, বেহালা ও নানা যন্ত্রে পারদর্শী এবং সংগীত পরিচালক। পিতার চার সন্তানেরা সবাই সংগীতকে পেশা হিসেবে নিয়েছেন এবং স্ব-স্ব ক্ষেত্রে দেশে বিদেশে খ্যাতি অর্জন করেন আসছেন। পিতার কাছেই হাতে খরি।পরবর্তীতে পন্ডিত গোপাল মিশ্র,পন্ডিত বিপ্লব ভট্টাচার্য। বর্তমানে তিনি পন্ডিত সঞ্জয় মুখার্জীর কাছে তালিমরত।শাস্ত্রীয় সংগীত ও লঘুসংগীত সহ একক বাদনেও দক্ষতা বজায় রেখেছেন। তিনি বেঙ্গল,বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং বিভিন্ন চ্যানেলে, অডিও রেকর্ডিং সহ দেশের প্রায় সকল শিল্পীদের সাথে অংশগ্রহণ করে আসছেন।তিনি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা ও ছায়ানট সংগীত বিদ্যায়তনে যন্ত্রশিল্পী তবলাবাদক হিসেবে কর্মরত আছেন।
কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ৯টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত

01711 376993