প্রখ্যাত সংগীত পরিবারের কৃতি সন্তান।পিতা ওস্তাদ শামসুল হক ছিলেন একাধারে বাঁশি,ক্লারিওেেনট,সানাই, বেহালা ও নানা যন্ত্রে পারদর্শী এবং সংগীত পরিচালক। পিতার চার সন্তানেরা সবাই সংগীতকে পেশা হিসেবে নিয়েছেন এবং স্ব-স্ব ক্ষেত্রে দেশে বিদেশে খ্যাতি অর্জন করেন আসছেন। পিতার কাছেই হাতে খরি।পরবর্তীতে পন্ডিত গোপাল মিশ্র,পন্ডিত বিপ্লব ভট্টাচার্য। বর্তমানে তিনি পন্ডিত সঞ্জয় মুখার্জীর কাছে তালিমরত।শাস্ত্রীয় সংগীত ও লঘুসংগীত সহ একক বাদনেও দক্ষতা বজায় রেখেছেন। তিনি বেঙ্গল,বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং বিভিন্ন চ্যানেলে, অডিও রেকর্ডিং সহ দেশের প্রায় সকল শিল্পীদের সাথে অংশগ্রহণ করে আসছেন।তিনি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা ও ছায়ানট সংগীত বিদ্যায়তনে যন্ত্রশিল্পী তবলাবাদক হিসেবে কর্মরত আছেন।
কোর্স সমূহ