রাকিব হাসান বর্তমান সময়ের আলোচিত শিক্ষানবিস একজন কণ্ঠশিল্পী এবং একাধারে ইউকেলেলে, দোতারা, ব্যাঞ্জো, ম্যান্ডোলিন সহ একাধিক যন্ত্রে পারদর্শী। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অদম্য আগ্রহ এবং ভালোবাসাতে সঙ্গীতের যাত্রা শুরু হয়। পরবর্তীতে কন্ঠ সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো শেখার শুরু। নিজের সৃজনশীলতা, মেধা ও মননকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত মিউজিক ভিডিও পরিবেশন করে শ্রোতাদের মনোরঞ্জন করছেন, নিয়মিত ষ্টেজ শো ও টেলিভিশনে সরব উপস্থিতি রয়েছে ।
কোর্স সমূহ