ছোটবেলা থেকেই গানের জগতে প্রবেশ বাবার হাত ধরে। পরবর্তীতে সিরাজগঞ্জের ওস্তাদ ভরতচন্দ্র প্রসাদ ও রতনলাল সূত্রধরের কাছে তালিম গ্রহন। ১৯৯৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ। ২০০১ এবং ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আরো দুবার স্বর্ণপদক লাভ। ২০০৩ সালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ' অনন্য মান' লাভ। ২০০৮ সালে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ডিগ্রী লাভ এবং পরের বছর একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ওয়াহিদুল হক, সুজিত মোস্তফা, লিলি ইসলাম, হিমাদ্রি শেখর এবং ভারতের সারথি চ্যাটার্জির কাছে গানের তালিম লাভ। রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও পারঙ্গম শিমু দে। ২০০৬ সালে ' বেঙ্গল বিকাশ' প্রতিযোগিতায় আধুনিক গান এবং রবীন্দ্র সঙ্গীত দুই বিভাগেই সেরা তিনে জায়গা করে নেন শিল্পী পরের বছর বেঙ্গল ফাউন্ডেশনের আধুনিক এবং রবীন্দ্র সঙ্গীতের অ্যালবামে দুই ধারার গানেই কন্ঠ দেন। ২০১২ সালে প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম 'চাই শুনাবারে' রিলিজ হয়। ২০১৮ সালে 'সাগর পারের সুর' এবং 'তোমায় আমায় মিলে' এই দুটি একক অ্যালবাম রিলিজ হয়। কমনওয়েলথ এবং নারীপক্ষ আয়োজিত "সাউন্ড রেকর্ডিং, মিক্সিং এন্ড ব্রডকাস্টিং" ট্রেনিং লাভ করেন তিনি। রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, পুরাতনী গান এবং স্কটিশ/আইরিশ সঙ্গীত ধারাতে বিশেষভাবে পারদর্শী। প্রায় ৫০ টির মতো গান সুর করেছেন এবং পিয়ানো বাদনেও দক্ষ। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের বিশেষ বিভাগে রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক গানে তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী। ২০২১ সালে ভারতের মুম্বাইয়ে ফ্রাইডে ফান রেকর্ডস থেকে "সঙীতমধুরিমা" নামে ১০ টি গানের একটা এলবাম বেড়িয়েছে।
২০২২ সালে ওস্তাদ রশীদ খান এর সাথে রাগ এবং রবীন্দ্র সংগীত এর আরোও দুটি গান প্রকাশ হয়েছে। যার নাম
১। হৃদয় নন্দন
২। তুমি কোন কাননের ফুল এছাড়া অসংখ্য মিক্সড এলবাম রয়েছে।
বর্তমানে বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক ও সঙীত পরিচালক হিসেবে কর্মরত।
কোর্স সমূহ