জনাব সুজিত মোস্তফা বাংলাদেশের স্বনামধন্য একজন নজরুল সঙ্গীত শিল্পী এবং প্রশিক্ষক। উনি প্রখ্যাত শিক্ষাবিদ, কবি, গীতিকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম আবু হেনা মোস্তফা কামালের জেষ্ঠ্য পুত্র। পাবনায় জন্মগ্রহণকারী জনাব সুজিত মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করার পর নতুন দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয় এবং ইন্দোর ঘরানার পণ্ডিত অমরনাথের মতো সুপরিচিত গুরুদের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছেন, নয়া দিল্লির শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রে। তিনি "ছায়ানট" থেকে শাস্ত্রীয় সঙ্গীতে পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ প্রশিক্ষণ কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
জনাব মোস্তফা দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, নজরুল সঙ্গীত এবং আধুনিক বাংলা ঘরানার গান পরিবেশন করে আসছেন। তিনি ১৯৯০ সালে নয়াদিল্লিতে সাহিত্য কলা পরিষদ আয়োজিত বিদেশী কলাকার উৎসবে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের জন্য ভারতে অধ্যয়নরত অসংখ্য আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত হন। জনাব মোস্তফা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে সংগীত পরিবেশন করেছেন। তিনি বাংলাদেশী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেছেন। তিনি আধুনিক ও নজরুল সংগীতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের একজন "বিশেষ" গ্রেডের শিল্পী। সংগীতের একজন নির্ভরযোগ্য এবং সুযোগ্য সমালোচক হিসেবে তিনি স্বীকৃত। সারা পৃথিবীব্যাপী তিনি অসংখ্য ছাত্র-ছাত্রী তৈরি করেছেন এবং করে চলেছেন। প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি ভয়েস কালচার, বেসিকস অফ সিঙ্গিং, উচ্চাঙ্গ সংগীত এবং বিভিন্ন ঘারাণার গানের উপর তালিম দিয়ে থাকেন।
জনাব মোস্তফা “আমার গানের প্রথম চরণখানি” “অনেক বৃষ্টি ঝরে”, “দুরে বহুদুরে”, "চেও না সুনয়না", "মোর প্রিয়া হবে এসো রানী" শীর্ষক বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর প্রকাশিত "চক্রবাক" পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ আর্টিস্ট ক্লাবের প্রেসিডেন্ট, নজরুল সঙ্গীতশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক এবং রেওয়াজ পারফরমিং এ্যান্ড আর্টস সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
কোর্স সমূহ