• সংগীতাঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে সংগীতের সকল শাখার কোর্স দিয়ে সাজানো সারেগামার এই অনলাইন সংগীত শিক্ষার আসরে আপনাকে স্বাগতম।
  • রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ইসলামি সংগীত শিক্ষার কোর্সে ভর্তি চলছে। কোর্স শিক্ষকঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক "ওবাইদুল্লাহ তারেক"। আসন সংখ্যা সীমিত।
  • খুব শীঘ্রই সংগীতের অন্যান্য শাখার কোর্সগুলিতে ভর্তি চালু হতে যাচ্ছে।
ফলো করুনঃ
আরিফ দেওয়ান
আরিফ দেওয়ান
শিক্ষক: লোক সংগীত
বাংলা লোকসংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী এবং সাধক জনাব আরিফ দেওয়ান। ছোটবেলা থেকেই ( আট বছর বয়স) উনার সঙ্গীত চর্চা শুরু হয় এবং উনি বিভিন্ন সঙ্গীত গুরুদের নিকট তালিম নেন যেমন - প্রথমে আবদুল মালেক দেওয়ান এবং আবদুল খালেক দেওয়ান সাহেব, ওস্তাদ হাসান আলী খাঁন, ওস্তাদ ফজলুল হক এবং ওস্তাদ আমানুল্লাহ খাঁন। উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন বাফা থেকে। বলা বাহুল্য যে উনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীর শিল্পী এবং সুরকার। তিনি নিয়মিত টেলিভিশন এবং বেতারে পারফর্ম করেন। ৪৭ বছরের সঙ্গীত চর্চায় বিশেষ অর্জন হিসেবে আবদুল আলীম পদক, ওস্তাদ হাসান আলী খাঁন স্বর্ণ পদক, এছাড়াও দেশ-বিদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন পদক রয়েছে। জনাব আরিফ দেওয়ানের রচনাবলীর ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি ডিগ্রি চলছে। কেরানীগঞ্জের গায়ক চার দশকের বেশি সময় ধরে আরিফ দেওয়ান লোকসংগীত করছেন। গীতিকার-সুরকার হিসেবে তিনি প্রায় ৫০০ গান করেছেন। এখনও পর্যন্ত এই শিল্পীর ৩০টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও আরিফ দেওয়ান কানাডা, ওমান, যুক্তরাষ্ট্র, ভারত, দ. কোরিয়াতে গান করে বেশ সুনাম অর্জন করেন।আরিফ দেওয়ানের উল্লেখযোগ্য এ্যালবাম গুলো হলো: প্রেমের স্মৃতি,ভাবের সুধা,প্রেমের সুধা,তুমি তো দয়ালু খাঁজা,আমি পথের-ই বাউল, বেহেস্তী সওগাত,তৌহিদে জলসা সহ আরও অনেক একক এ্যালবাম রয়েছে।এছাড়া দুখাই ছবিতে প্ল্যাব্যাক গান করেছেন,সেই গানের কন্ঠ,সুর সব তাঁর নিজস্ব। সেই ছবি ও গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আন্তজার্তিক বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।ঘানী ছবি সহ আরও অসংখ্য চলচ্চিত্রে তিনি গান ও সংগীত আয়োজন করেছেন। বাংলাদেশের লোকাঙ্গিক সংগীত সাধনার ধারায় দেওয়ান পরিবার ঐতিহ্য এবং সুনামের সহিত দুইশত বছরের অধিক সময় ধরে লোক সংগীতে অবদান রেখে চলেছেন। মা লো মা গানটিও দেওয়ান পরিবারের ৬৪ বছর ধরে লালন করা লোক সংগীত। সম্প্রতি কোক ষ্টুডিওতে মা লো মা গানটি ফিউশন করে প্রকাশিত হয়েছে, যেটি এই গানটির ঐতিহ্যের কর্নধার ও কন্ঠ শিল্পী আরিফ দেওয়ানকে বিশেষভাবে আলোচিত করেছে এবং ট্রেন্ডিং এ শীর্ষে ছিল গানটি।
কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ৯টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত

01711 376993