• সংগীতাঙ্গনের তারকা শিল্পীদের নিয়ে সংগীতের সকল শাখার কোর্স দিয়ে সাজানো সারেগামার এই অনলাইন সংগীত শিক্ষার আসরে আপনাকে স্বাগতম।
  • রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে ইসলামি সংগীত শিক্ষার কোর্সে ভর্তি চলছে। কোর্স শিক্ষকঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক "ওবাইদুল্লাহ তারেক"। আসন সংখ্যা সীমিত।
  • খুব শীঘ্রই সংগীতের অন্যান্য শাখার কোর্সগুলিতে ভর্তি চালু হতে যাচ্ছে।
ফলো করুনঃ
মোঃ মনিরুজ্জামান
মোঃ মনিরুজ্জামান
শিক্ষক: বাঁশি
বাংলাদেশের স্বনামধন্য বাঁশি শিল্পী ওস্তাদ মোঃ মনিরুজ্জামান সঙ্গীত পরিবারের সদস্য। উনার পিতা ওস্তাদ আব্দুর রহমান উপমহাদেশের প্রখ্যাত বাঁশি শিল্পী। উনার দাদা ওস্তাদ আকরাম আলী মিয়া বেহালা ও ক্লারিওনেট বাদক। দেশবরেণ্য এই শিল্পী উনার পেশাগত জীবনের প্রথম পর্যায় বাংলাদেশ বেতার জনসংখ্যা কার্যক্রমে চুক্তিভিত্তিক চাকরি শুরু করেন। ১৯৭৯ সালে জাতীয় পারফর্মিং আর্ট একাডেমিতে যোগদান করেন। উত্তর কোরিয়া থেকে আগত সঙ্গীত প্রশিক্ষকের নিকট আন্তর্জাতিক স্টাফ নোটেশনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে জাতীয় পারফর্মিং আর্টস একাডেমির সাথে একত্রিকরণের পর থেকেই ১৯৮৩ সাল হতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগে কর্মরত ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান চাকরি থেকে। তিনি বাংলাদেশ বেতারে প্রথম শ্রেণির এবং বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত শিল্পী। বাঁশি শিল্পী ওস্তাদ মোঃ মনিরুজ্জামান তার সঙ্গীত জীবনে বেশকিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ★ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক শিল্পকলা পদক ২০১৯, ★Smt. Pratibha Devishing Patil, President of India 2010 ★ সঙ্গীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭সঙ্গীত উৎসব সম্মাননা, ★ সঙ্গীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১৭, সঙ্গীত উৎসব সম্মাননা, ★ লক্ষ্যপা সঙ্গীত নিকেতন সম্মাননা ২০১৭, ★ স্বপ্নকুড়ি সম্মাননা ২০১০, ★ মেম নগর বিডি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি উৎসব ২০১৬, ★ শিলচর সম্মাননা ২০০৩, ★ Bangladesh Welfare Society Campbell Town Sydney, Australia 2009 ★ Bangladesh Deputy High Commission 2000 ★ Bengal Classical Music Festival 2014, 2016, 2017, 2019 ★ 8th Bahrain Musical Festival 1999. মোঃ মনিরুজ্জামান দেশ ও বিদেশে তার দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন প্রতিনিয়ত। বাংলাদেশ সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি পাঁচ মহাদেশের গুরুত্বপূর্ণ প্রায় সব দেশেই পরিভ্রমণ করেছেন। তার মধ্যে আমেরিকা, রাশিয়া, জাপান, চীন, ভারত, যুক্তরাজ্য, জার্মান, যুগোস্লাভিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ডেনমার্ক, নরওয়ে, কাতার, আরব আমিরাত, নেপাল, কেনিয়া, ওমান, জাম্বিয়া, অস্ট্রিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং মেক্সিকো উল্লেখযোগ্য। তিনি রাশিয়া এবং ভারতের ফ্লুট ফেস্টিভ্যালে সঙ্গীত পরিচালক হিসেবে অবদান রাখেন। উনার সঙ্গীত পরিচালনায় তিনটি সিডি অ্যালবাম হলো - ★ সমকাল, ★ এগারো, ★ ডেস্টিনেট। ওস্তাদ মোঃ মনিরুজ্জামান সুরের মিষ্টি জাদু ধারণ করেন উনার বাঁশিতে। শুষিযন্ত্র বাঁশের বাঁশি, আড় বাঁশি, টিপরা বাঁশি, দীঘল বাঁশি, সিলভার ফ্লুট, স্যাক্সোফোন, এ্যারোফান( ইলেকট্রনিক ডিভাইস), আকাই মিডি ফ্লুট বাজানোর একটি অনন্য শৈলীর বিকাশ সাধন করেন, যা তাকে বাঁশি শিল্পীদের মধ্যে অনন্য করে তুলেছে।
কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কল করুন

সকাল ৯টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত

01711 376993